• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসওর গোলাগুলি, হতাহত ৩

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ১২:৪৪
রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসওর গোলাগুলি, হতাহত ৩
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আরসা ও আরএসও'র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মো. সেলিম এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার রাত সাড়ে আড়াইটার দিকে পালংখালি ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-তে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে। গুরুতর আহত দুজন হলেন, একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আমির জাফর বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় গভীররাতে আরসা ও আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

তিরি আরও বলেন, এ সময় ঘটনাস্থল থেকে একজন নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ২ নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাকে হত্যা করে থানায় হাজির ছেলে
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান
সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ
টেকনাফে পৃথক গোলাগুলির ঘটনায় নিহত ১, আহত ৫