• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

চালককে খুন করে অটোভ্যান ছিনতাই

আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ১৭:৪৭
রায়গঞ্জ থানা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামের এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কছিম উদ্দিন নিমগাছী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার জানান, ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কছিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে অটোভ্যান ছিনিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাবের পোশাক পরে সাড়ে ২৮ লাখ টাকা লুট
সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
জামায়াত শাসন ভার পেলে শাসক হবে না সেবক হবে: রফিকুল ইসলাম
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা