• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফেসবুকে নির্যাতনের বর্ণনা দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ১৯:১৯
ছবি: সংগৃহীত

ফেসবুকে স্বামীর নির্যাতনের ভিডিও প্রকাশ করে আত্মহত্যা করেছেন বগুড়া শহরের পাখি আক্তার সম্পা (২৮) নামের এক গৃহবধূ।

সোমবার (১ জুলাই) শহরের মালগ্রাম উত্তরপাড়ার জামিলনগর (তালতলা) এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্বামীর নির্যাতনের বর্ণনা মোবাইল ফোনে ধারণ করেন পাখি। পরে ফেসবুকে তা আপলোড দেওয়ার পর ফেসবুক নিষ্ক্রিয় করে আত্মহত্যা করেন তিনি। পরে ভাড়া বাসায় নিজকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাখির লাশ উদ্ধার করে পুলিশ। রাতে তার ভাই মুক্তার হোসেন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। এরপর পাখির আত্মহত্যা প্ররোচনার মামলায় তার স্বামী রুনু প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মৃত্যুর আগে পাখি ভিডিওতে উল্লেখ করেন, ‘প্রথম স্ত্রী থাকার পরও রুনু আমাকে বিয়ে করে জামিলনগরে ভাড়া বাড়িতে রাখেন। রুনু মাঝেমধ্যে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ কারণে আগেও আমি আত্মহত্যার চেষ্টা করেছি।’

এই ১ মিনিট ৩৬ সেকেন্ডের এ ভিডিও বক্তব্য রেকর্ড করার পর পাখি তার ফেসবুক আইডি নিষ্ক্রিয় করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘পাখি আক্তার সম্পার লাশ উদ্ধারের পর তার ব্যক্তিগত মোবাইল ফোনে ভিডিও বক্তব্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে তার স্বামীকে আটক করা হয়।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন আল্লু অর্জুন
মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেছে ডাকাতরা
‘হারপিক’ নিয়ে ফেসবুকে তোলপাড়, জানা গেল কারণ
নিষাদের ভিডিও ভাইরাল, নেটিজেনরা বলছেন জুনিয়র হুমায়ুন আহমেদ!