• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

বন্যার পানিতে নিখোঁজ স্কুলছাত্র

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ২১:০৮
কৃতিত্ব চাকমা
ছবি: আরটিভি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যায় তলিয়ে যাওয়া সড়ক হেঁটে পার হওয়ার সময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে কৃতিত্ব চাকমা নামের এক স্কুলছাত্র।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টায় এই ঘটনা ঘটে।

কৃতিত্ব চাকমা মধ্যম বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে এবং বাঘাইছড়ি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক শান্তি বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থী কৃতিত্ব চাকমা সহপাঠীদের সঙ্গে বাঘাইছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নারিকেল বাগান সড়ক হেঁটে পার হওয়ার সময় পা পিছলে পানিতে ভেসে যায়। স্রোত থাকায় মুহূর্তে সে তলিয়ে যায়। সংবাদ পেয়ে স্থানীয়র ২০ থেকে ২৫ জন যুবক অনেক খুঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং স্থানীয়দের সচেতন হওয়ার অনুরোধ করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলছাত্রীকে নিয়ে পুলিশ সদস্য উধাও
নেত্রকোণায় মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন
সুপারি গাছ থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের