• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০৩ জুলাই ২০২৪, ১২:৪৫
ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকামুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ ঘটনা ঘটে।

অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর হবে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ব্যক্তি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়ে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্নসহ মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

আখাউড়া রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
আখাউড়ায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস 
বাকৃবিতে কোটাবিরোধীদের ফের ট্রেন অবরোধ