• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ১৩:৪৮
টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাক সংঘর্ষ, নিহত ৩
ছবি : আরটিভি

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান ।

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছায়। এ সময় সেখানে পল্লীবিদ্যুতের খুঁটি বোঝাই থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লীবিদ্যুতের খুঁটি বাসের ভেতরে ঢুকে ওই দুজন নিহত হন। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছে।

এ বিষয়ে এসআই আনিসুজ্জামান বলেন, ‘বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের চার উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি
মাভাবিপ্রবিতে কোটা বাতিল আন্দোলনে উত্তাল ক্যাম্পাস
টাঙ্গাইলে ঝিনাই নদীর পানি বিপৎসীমার ওপরে
টাঙ্গাইলে দ্রুত বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল