• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, ভিডিও দেখে গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ১৭:২৭
যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, ভিডিও দেখে গ্রেপ্তার ২ 
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ বন্দরের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনুকে পিটিয়ে হত্যার সময় এই আসামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ সেই ভিডিও’র সূত্র ধরে তাদের গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু।

গ্রেপ্তারকৃতরা হলেন- বন্দর থানার মুরাদপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে ফরহাদ এবং ফয়সাল।

গেলো ৭ জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজের বাড়িতে মনিরুজ্জামান ওরফে মনুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় তাকে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মনু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মামলার দুই আসামিকে মঙ্গলবার রাতে বন্দর উপজেলার নয়াবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, মনুকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রকাশিত একটি ভিডিও দেখে গ্রেপ্তারকৃত আসামিদের শনাক্ত করা হয়। ঘটনার পরপর তারা পালিয়েছিল। এর আগে এ মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজের অফিস কক্ষে অধ্যক্ষের মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা
স্ত্রীকে বেঁধে রেখে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
জিহাদ ও সিয়ামের ফের ১৪ দিনের জেল হেফাজত
এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা