• ঢাকা শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
logo

ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ১৯:২৮
ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
ছবি : আরটিভি

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দাদশী ইউনিয়নের নিজাতপুর বাজারে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।

ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রখেন চেয়ারম্যানের ছোট ভাই মো. বারেক শেখ ও তার বাবা আব্দুল কুদ্দুস শেখ।

বক্তারা লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ জুন রাতে দাদশীর আকবর খানের নেতৃত্বে ২০ থেকে ২২ জন দেশীয় অস্ত্র নিয়ে চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তায় হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ হামলায় চেয়ারম্যান দোলেয়ার শেখসহ ৫ জন মারাত্মক আহত হন। তাদেরকে রাজবাড়ী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে।

জানা যায়, এ হামলার সুষ্ঠু বিচারের দাবিতে ১৯ জুন সকালে কুদ্দুস শেখ বাদী হয়ে আকবর ও তার তিন ভাইসহ ১৮ জনকে আাসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা হলেও গত ১৮ দিনেও পুলিশ কোনো আাসামিকে আটক করতে পারেনি।

এদিকে ওই মামলার ১০ জন আাসামি জজ কোট থেকে জামিনে বের হয়ে আহত চেয়ারম্যান ও তার পরিবারকে তাদের নামে করা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন।

চেয়ারম্যানসহ তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বারেক শেখ বাদী হয়ে কোর্টে আরও একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেখের ওপর হামলার ঘটনায় তার বাবা আব্দুল কুদ্দুস শেখ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৮৭ ড্রিমলাইনার নির্মাণে নতুন করে নিরাপত্তা ত্রুটির অভিযোগ
কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তা প্রহরী ৬ লাখ টাকা নিয়ে উধাও
রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগ নেতার যাবজ্জীবন
অনবরত হত্যার হুমকি অভিনেত্রীকে, চলছেন পুলিশি নিরাপত্তায়