• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগ নেতার যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ১৯:৩৪
রাজবাড়ীতে মাদক মামলায় কৃষকলীগ নেতার যাবজ্জীবন
ছবি : আরটিভি

রাজবাড়ীতে কৃষকলীগের নেতা মো. হাবিবুর রহমানকে (৪০) মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় তাকে আরও ১০ হাজার টাকা জরিমানাসহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন।

কৃষকলীগের নেতা মো. হাবিবুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট সংলগ্ন কুমড়াকান্দি এলাকার জোনাব আলীর ছেলে। সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ তাকে উপজেলার সভাপতির পদ থেকে বহিষ্কার করে। হাবিবুর রহমানের উপস্থিতি এ রায় ঘোষণা করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে ১ মে গোপন সাংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসবাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ফরিদপুর র‌্যাব-৮। এ সময় হাবিবুর রহমানকে আটক করেন র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার পেশা ছিল বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে বিক্রি করা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর মহড়া দেখতে রাজবাড়ীতে প্রধান উপদেষ্টা
স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুললেন স্বামী
রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত