• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

বাঘাইছড়িতে বন্যার পানিতে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরেক শিশু

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ১০:৩৫
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে সুহামণি চাকমা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলায় বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুহানি চাকমা বালুখালী গ্রামের মহিনি কুমার চাকমার মেয়ে এবং সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার নাতনি।

জানা যায়, বাড়ির পাশে জলাশয়ের পানিতে তলিয়ে যায় সুহামণি। অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এর আগে, মঙ্গলবার বিকেলে বন্যায় তলিয়ে যাওয়া বাঘাইছড়ি নারিকেল বাগান সড়ক পার হওয়ার সময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে কৃতিত্ব চাকমা (১১) নামে আরেক শিশু। সে বাঘাইছড়ি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শান্তি বিকাশ চাকমা জানান, বাঘাইছড়ি থানা পুলিশ রেডক্রিসেন্ট ও স্থানীয় যুবকরা ট্রলার নিয়ে দিনভর খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যরাতে শিক্ষার্থীদের আলটিমেটাম
জাবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩
চবিতে দেশীয় মদসহ আটক ২