• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

কালিয়াকৈরে অফিস সময়ের তোয়াক্কা করেন না সরকারি কর্মকর্তারা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ১২:৩১
কালিয়াকৈরে অফিস সময়ের তোয়াক্কা নেই সরকারি কর্মকর্তাদের 
ছবি: আরটিভি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিলেও তা মানতে নারাজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী। সকাল ৯টার মধ্যে কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন না অনেকেই। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন কর্মকর্তার দপ্তর ঘুরে এমন চিত্রই দেখা যায়। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির মোল্লা ৯টা ৪৫ মিনিটে, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান ১০টা ১০ মিনিটে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোরশেদা ইয়াসমিন ১০টা ৩০ মিনিট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার ১০টা ৫ মিনিট, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব পাল ১০টা ৩০ মিনিটে অফিসে আসেন।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির মোল্লা বলেন, ‘বৃষ্টির কারণে একটু দেরি হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরীক্ষা চলছে। এ কারণে অফিসে আসতে দেরি হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক কর্মচারী জানান, কর্মকর্তারা দশটার আগে কেউ অফিসে আসেন না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, সরকারি প্রজ্ঞাপন জারি আছে ৯টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে। অফিস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তবে যারা অফিসে সময় মতো আসেনি, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৩ মাস পর গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন
স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে গলা কেটে হত্যা
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত