বন্যায় ডুবে যাওয়া ২ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থী মারা গেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ।
জানা যায়, বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃতিত্ব চাকমা (১৩) ও বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সোহামণি চাকমা (১১) নামে ২ স্কুলশিক্ষার্থী সম্প্রতি পৃথক পৃথক জায়গাতে বন্যার পানিতে ডুবে যায়। তাদের মধ্যে কৃতিত্ব চাকমার মরদেহ বাঘাইছড়ি পৌর এলাকার বাঘাইছড়ি গ্রাম সংলগ্ন নারিকেল বাগান এলাকা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উদ্ধার করা হয়। আর সোহামণির মরদেহ বুধবার বিকেলে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রাম থেকে উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, গত রোববার (৩০ জুন) জুন থেকে টানা তিন দিন বৃষ্টি হয়েছে। এতে পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত হয়েছে উপজেলার নিম্নাঞ্চল। গত ২ জুলাই বিকেল ৫টায় বাঘাইছড়ি পৌর এলাকার বাঘাইছড়ি গ্রাম সংলগ্ন নারিকেল বাগান এলাকায় রাস্তার ওপর সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বন্যার পানির স্রোতে পড়ে নিখোঁজ হয়ে যায় মিল্টন চাকমার ছেলে কৃতিত্ব চাকমা। দুদিন খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নিখোঁজ হওয়া স্থানেই ভেসে উঠে কৃতিত্ব চাকমার মরদেহ। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা।
এ দিকে বুধবার (৩ জুলাই) বিকেলে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সোহামনি চাকমা বন্যার পানিতে ডুবে যায়। এ বিষয়ে বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য শেফালী চাকমা বলেন, ‘বাড়ির পাশে বিলে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া বেশ কিছু সময় পর মৃত অবস্থায় ভেসে ওঠে সোহামণির মরদেহ।’
এ দুই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, ‘বন্যায় ডুবে যাওয়া ২ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার স্থানীয়রা উদ্ধার করেছেন।’
মন্তব্য করুন