• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ১৮:২৯
লক্ষ্মীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সালমা আক্তারকে মারধরের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কামরুল হাসান সুমনের বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী কামরুলকে আটক করেছে পুলিশ। কামরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে পারিবারিক কলহ থেকেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সদর হাসপাতাল থেকে কামরুলকে পুলিশ আটক করে।

এর আগে বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সালমাকে মারধর ও পরে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহত সালমা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। আটক কামরুল একই এলাকার মো. খোকনের ছেলে। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে।

হাসপাতালে নিহতের স্বজনরা জানান, প্রায় ৪ বছর আগে প্রেম করে কামরুল ও সালমা বিয়ে করে। তাদের বিবাহিত জীবন ভালোই চলছিল। এরমধ্যে গত ৬ মাস আগে টিকটকের মাধ্যমে পরিচিত অন্য এক মেয়েকে কামরুল বিয়ে করেন। ঘটনাটি জানাজানি হলে সালমার সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। এতে কামরুল তাকে নানানভাবে অত্যাচার করতেন সালমাকে। বিষয়টি সালমা তার পরিবারকেও জানিয়েছেন। ওই কলহের জের ধরেই ঘটনার সময় কামরুল সালমাকে মারধর করেছেন। পরে তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

টুমচর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাকছুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতাল যাই। সেখানে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। নিহতের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত কামরুলকে আটক করে নিয়ে গেছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগে কামরুলকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত স্বর্ণের খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু