• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আখাউড়ায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ১৯:২৫
আখাউড়ায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস 
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৬ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য-সংলগ্ন মাঠে এ নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজাল পারবীন রুহি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা তিতাস নদী ও আশপাশের বিভিন্ন খাল, বিল ও হাওর এলাকায় অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শতাধিক রিং জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান বলেন, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করলে দেশীয় মাছসহ মাছের পোনা হুমকিতে পড়ে। যার ফলে প্রতিনিয়ত দেশীয় প্রজাতির মাছের উৎপাদন কমছে। আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যা, পরিচয় শনাক্ত
আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের সুরাহা হওয়া উচিত: রুমিন