আখাউড়ায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৬ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য-সংলগ্ন মাঠে এ নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজাল পারবীন রুহি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা তিতাস নদী ও আশপাশের বিভিন্ন খাল, বিল ও হাওর এলাকায় অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শতাধিক রিং জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান বলেন, অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করলে দেশীয় মাছসহ মাছের পোনা হুমকিতে পড়ে। যার ফলে প্রতিনিয়ত দেশীয় প্রজাতির মাছের উৎপাদন কমছে। আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন