• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তা প্রহরী ৬ লাখ টাকা নিয়ে উধাও

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ২২:৪৮
বাবুল হোসেন
ছবি: আরটিভি

চাঁদপুরের হাজীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের নিরাপত্তা প্রহরী ব্যাংকের প্রায় ৫ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ব্যাংকের ব্যবস্থাপক নাছিমা বেগম।

বুধবার (৩ জুলাই) বিকেলে ব্যাংকের আলীগঞ্জ শাখা থেকে টাকাগুলো প্রতিদিনের মতো জনতা ব্যাংক হাজীগঞ্জ শাখায় জমা দিতে গিয়ে উধাও হন নিরাপত্তা প্রহরী।

নিরাপত্তা প্রহরীর নাম বাবুল হোসেন পাটোয়ারি। তিনি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের গোলপুরা পাটোয়ারি বাড়ির শফিকুর রহমান পাটোয়ারির ছেলে।

এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক নাছিমা বেগম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। টাকা খোয়া যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করাটাই ভালো। ঘটনা যা ঘটেছে পুলিশ বিষয়টি দেখছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় হাজীগঞ্জ থানায় ব্যাংকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অপর দিকে নিখোঁজ নিরাপত্তা প্রহরী বাবুলের স্ত্রীও একটি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছিল। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ২১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
হাজীগঞ্জে কিশোর সাইমন হত্যা, গ্রেপ্তার ২
সাবেক কৃষিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ
মাছ ধরতে গিয়ে নিখোঁজ, লাশ হয়ে বাড়ি ফিরলেন যুবক