• ঢাকা সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১
logo

কারাগারে বসেই পরীক্ষা দিচ্ছেন হত্যা মামলার আসামি

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২৪, ২৩:৩৯
নোয়াখালী জেলা কারাগার

নোয়াখালী জেলা কারাগার থেকেই ডিগ্রি পাস ও সার্টিফিকেট ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছেন চাটখিল উপজেলার ছালেহ আহমদ খান নামের এক হত্যা মামলার আসামি।

বুধবার (৩ জুলাই) দুপুরে তিনি জেলা কারাগার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

চাটখিল উপজেলার নোয়াখালী ইউনিয়নের নুর মোহাম্মদ খানের ছেলে ছালেহ আহমদ খান। তিনি চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ডিগ্রি পাস ২য় বর্ষের শিক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র চাটখিল মহিলা ডিগ্রি কলেজ।

চাটখিল মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এই শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তার বাকি পরীক্ষাগুলোও আমাদের কেন্দ্রের তত্ত্বাবধানে গ্রহণ করা হবে।

নোয়াখালী জেলা কারাগারের জেলার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত ছালেহ আহমদ খানের পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ২০ জুন আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। আমরা সেই অনুসারে পরীক্ষা গ্রহণের যাবতীয় আয়োজন সম্পন্ন করি।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী নামাজ পড়তে উঠে স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজি, অতঃপর...
অটোরিকশা চালানোর আড়ালে ডাকাতি, গ্রেপ্তার ৭
‘দুজনকে হারিয়ে আমি একা হয়ে গেছি’
বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১