ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সুরমায় নিখোঁজের ৬০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ , ০৯:৪৭ এএম


loading/img
ছবি : আরটিভি

সুনামগঞ্জের সুরমা নদী পারাপারের সময় নৌকাডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজের প্রায় ৬০ ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সুরমা ইউনিয়নের ভোজনারপার গ্রামের উদনার চরে জোৎস্না বেগমের (৪২) মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দোয়রাবাজার থানার ওসি বদরুল হাসান।

জোৎস্না বেগম পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী। 

বিজ্ঞাপন

সত্যতা নিশ্চিত করে সুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার রাতে ভোজনা গ্রামের উদনার চরে জোৎস্না বেগমের মরদেহ ভেসে উঠে। আমি বিষয়টি থানার ওসিকে অবগত করি। তবে তার মেয়ে হাবিবা আক্তার (ময়না) ও গোলজান বেগমের সন্ধান এখনও পাওয়া যায়নি।’

এ বিষয়ে ওসি বদরুল হাসান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে ভেসে উঠার খবর পেয়ে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা মরদেহটি উদ্ধার করে।’

নৌপুলিশ ছাতকের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলের দুই কিলোমিটার পশ্চিমে ভোজনারপারে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে আমরা গিয়ে জোৎস্না বেগমের মরদেহ উদ্ধার করি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টার দিকে দোয়রাবাজারে সুরমা নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবে মা-মেয়েসহ তিনজন নিখোঁজ হন। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়াঘাট থেকে দোয়ারাবাজার সদরে যাওয়ার জন্য তারা নৌকায় উঠেছিলেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |