• ঢাকা রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
logo

রাসেলস ভাইপার ভেবে অজগর আটক 

আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২৪, ০৮:২১
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ ভেবে একটি ১০ ফুট লম্বা অজগর আটক করা হয়েছে। পরে অজগর সাপটি স্থানীয় বনে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৫ জুলাই) সকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুরের ডাক্তার পাড়া থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ডাক্তার পাড়ায় একটি সাপ দেখে সেটিকে রাসেলস ভাইপার ভেবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশ থেকে মানুষ জড়ো হয়। কেউ কেউ লাঠি হাতে সাপটি মারার চেষ্টা চালায়। এরমধ্যে খবর চলে যায় ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের কাছে। পরে টিমের সদস্যরা এসে গাছের ডাল থেকে সাপটি উদ্ধার করে।

ওয়াইল্ড লাইফ হাট হাটহাজারী প্রধান রেজাউল করিম রাকিব বলেন, খবর পেয়ে আমি ও আমার টিম চারিয়া পশু ডাক্তার এলাকায় যাই। সেখানে সাপটি আশ্রয় নিয়েছিল একটি গাছের ডালে। পরে সাপটি উদ্ধার করা হয়। বিকেলে সাপটি স্থানীয় বনবিভাগের সহয়তায় বনে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নাশকতাকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ.লীগ নেত্রী, এরপর যা ঘটল 
বিমানের সিটের নিচে মিলল ২০ স্বর্ণের বার