• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২৪, ০৯:১৯
ছবি : আরটিভি

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই বন্যাকবলিত হয়ে পড়েছে জেলার পাঁচ উপজেলার ২৫ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি উঠে পড়ায় এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার জানান, সকাল ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪৮ মিটার। গত ১২ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩৮ মিটার।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, উজানে ঢল ও বৃষ্টি অব্যাহত থাকায় যমুনা নদীর পানি বৃদ্ধি সিরাজগঞ্জ পয়েন্টে আরও দুদিন অব্যাহত থাকবে। এতে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 
৩৩ লাখ টাকার হেরোইন উদ্ধার, আটক ১
ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ, ২৮ লাখ টাকা ছিনতাই
সিরাজগঞ্জে কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু