• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

কোটাবিরোধী আন্দোলন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২৪, ১২:৫৭
ছবি : আরটিভি

কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে নাটিয়াপাড়া থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে তারা মহাসড়কের রাবনা বাইপাসে অবস্থান নেন। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। দাবি মানা না হলে সড়কেই অবস্থান করবেন বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা কখনও সারাদিন রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নেই। কারণ, যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে। আর দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে এক দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
জাবিতে ২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেওয়ার আল্টিমেটাম, মহাসড়ক অবরোধ
ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ