• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

কুমিল্লায় এক মণ গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ০৬ জুলাই ২০২৪, ১৭:৪৯
ছবি: আরটিভি

কুমিল্লা সদর দক্ষিণ এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ মো. টুটুল (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৬ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর রহমতনগর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১১ এর একটি দল।

দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ এর উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব- জানায়, সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর রহমতনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামি মো. টুটুল (৩৮) নামে ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় আসামির কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. টুটুল (৩৮) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শৈলকুড়া গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক কারবারিকে ও মাদক সেবীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী কুমিল্লায়
মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে প্রীতি ফুটবল ম্যাচ
কুমিল্লায় অবৈধ অস্ত্রসহ যুবলীগ নেতা জনি গ্রেপ্তার
‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে মাদকাসক্তদের আচরণ বোঝার চেষ্টা করেছি’