স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মাশরাফী

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুলাই ২০২৪ , ০৭:৪৫ পিএম


স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মাশরাফী
ছবি: আরটিভি

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টায় জেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে আওয়ামী যুবলীগ লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।

এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. গাউছুল আজম মাসুমসহ অন্যান্য অতিথিরা।

বিজ্ঞাপন

লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ। 

সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সিকদার। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলরদের মতামত নেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission