• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

৪৭ ঘণ্টা পর বাংলাদেশি তরুণের মরদেহ ফেরত দিল বিএসএফ

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ০৫:৪৯
৪৭ ঘণ্টা পর বাংলাদেশি তরুণের মরদেহ ফেরত দিল বিএসএফ
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি তরুণের মরদেহ ৪৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে।

শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাগরভিটা সীমান্তের শূন্যরেখায় ওপারের গোয়ালপুকুর থানার এসআই মোস্তফার মাধ্যমে রাজু মিয়া (২০) নামে ওই তরুণের মরদেহটি বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তরের সময় সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা ছাড়াও বালিয়াডাঙ্গী থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত রাজুর স্বজনরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে নাগরভিটা সীমান্ত এলাকায় বিওপি আওতাধীন মেইন পিলার ৩৭৬/৫এস থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তিনগাঁও নামক স্থানে নিহত হন রাজু মিয়া। শুক্রবার (৫ জুলাই) দুপুরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে ওই তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর বিষয়টি স্বীকার করে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছিল তারা।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, শনিবার রাত সাড়ে ১০টায় নাগরভিটা সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের থানার পুলিশ সদস্যদের উপস্থিতিতে নিহত রাজুর মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবানন থেকে প্রথম দফায় ফিরলেন ৫৪ বাংলাদেশি
লেবাননে যুদ্ধ পরিস্থিতি, দুই দফায় দেশে ফিরছেন ১১৯ বাংলাদেশি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২১ অক্টোবর)
সৈকতে ভেসে এলো নিখোঁজ তরুণের মরদেহ