• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ০৯:০৮
ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মিতু আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু আক্তার মাধবপুর উপজেলার বাখরনগর এলাকার স্বপন মিয়ার স্ত্রী। মিতু আক্তার হবিগঞ্জে ডাক্তার (চিকিৎসক) দেখিয়ে বাড়ি ফিরছিলেন।

জানা গেছে, শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তার মারা যান। দুর্ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। পরে চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশা ও পিকআপটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
পর্যটকবাহী গাড়ি উল্টে ৯০ ফুট গভীর খাদে, আহত ৫