• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, শঙ্কায় নদী তীরবর্তী পরিবার

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১০:১৩
ছবি : আরটিভি

লালমনিরহাটে তিস্তা নদীর পানি গত এক সপ্তাহ ধরে বিপৎসীমার কাছাকাছি স্থিতিশীল রয়েছে। এতে জেলার পাঁচটি উপজেলার নদীর তীরবর্তী ও চরাঞ্চলের বেশ কিছু এলাকায় পানি ঢুকে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে শঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী মানুষ। এছাড়া এসব এলাকার ধান, ভুট্টা, বাদামসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

রোববার (৭ জুলাই) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিস্তার পানি বৃদ্ধির ফলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সিন্ধুর্ণা, ডাউয়াবাড়ি, কালীগঞ্জের শৈলমারী, আদিতমারীর মহিষখোচা, বাহাদুরপাড়া, গোবরধন, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ এলাকার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার কৃষকরা বিপাকে পড়েছে ফসল ও গবাদিপশু নিয়ে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, আগামী দু-একদিনের মধ্যে তিস্তার পানি আরও বাড়তে পারে। এরপর কমার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
গুপ্তধন ভেবে গ্রেনেড লুকিয়ে রাখলেন কৃষক, এরপর যা ঘটল