• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

দেওয়ানগঞ্জে কমছে বন্যার পানি, দুর্ভোগে বানভাসিরা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি ‍নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১৪:৫৩
ছবি : আরটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জে কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করেছে।

রোববার (৭ জুলাই) সকালে দেওয়ানগঞ্জের যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে বন্যার পানি ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হতে পারে।

দেওয়ানগঞ্জে বন্যায় প্রায় ৮০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। দেওয়ানগঞ্জ পৌর শহরসহ ৫টি ইউনিয়নে বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে করে বানভাসি মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যাদের বাড়ি ঘরে পানি উঠেছে সেসব পরিবারকে রান্নাবান্না, সুপেয় পানির অভাব ও পশু পাখি নিয়ে বিপাকে পড়তে হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় দেওয়ানগঞ্জ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো প্রয়োজনে প্রশাসন দুর্গতদের পাশে থাকবে।

অপরদিকে বকশীগঞ্জে বন্যার পানিতে ৩০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বকশীগঞ্জের বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ১০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ পাওয়া গেছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
কামালপুর স্থলবন্দরে ৩ মাস ধরে আমদানি বন্ধ, বেকার ৬ হাজার শ্রমিক 
বন্যার পানি নামলেও ফুরাচ্ছে না দুর্ভোগ, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন
নামছে বন্যার পানি, বাড়ছে নদীভাঙন