• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

কুবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২৪, ১৭:৪০
কুবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
ছবি : আরটিভি

দ্বিতীয়দিনের মতো ২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কয়েক কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

রোববার (৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এসে তীব্র আকার ধারণ করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে তীব্র যানজট দেখা দিয়েছে। শিক্ষার্থীরা উভয় পাশের সড়ক বন্ধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘আমার সোনায় বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’; ‘১৮র হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘কোটার নামে কুঠার দিয়ে মেধার পিঠে আঘাত কেন’; ‘৫২র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’; ‘ছাত্রসমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘কোটা প্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসঙ্গে’, এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে তাদের এই বিক্ষোভ। তাদের একমাত্র দাবি, কোটা প্রথা বাতিল হোক। কোটা প্রথা বাতিলের মাধ্যমে চাকরির সুষম বণ্টন নিশ্চিত করতে হবে।

এ দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, জেলার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধে অংশ নেন তারা।

একই দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বর দখল করে আন্দোলন করছেন শিক্ষার্থীদের একাংশ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তারা বিকাল ৩টায় আন্দোলন শুরু করেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে চার দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নেন তারা। শুক্রবার কোনও কর্মসূচি না থাকলেও ৬ জুলাই রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট