• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন

আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ০২:৫২
সাভারে চলন্ত প্রাইভেটকারে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার অদূরে সাভারে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়িটির চালক। গাড়িতে আর কোনো যাত্রী ছিল না।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাইভেটকারটিকে ঢাকামুখী লেন থেকে সাভারের দিকে ইউটার্ন করাচ্ছিলেন চালক। এমন সময় গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে পথচারীরা জরুরি সেবা ৯৯৯- এ কল করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদুল জামান ফরহাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাইভেটকারটিতে শুধু চালক ছিলেন। আগুন দেখতে পেয়ে গাড়ি থেকে দ্রুত নেমে পড়েন তিনি। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইঞ্জিনে ওভার হিট বা ইঞ্জিনে ইলেকট্রিক লাইনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফার্মগেটের মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে
মরার আগেই আগুন-ধোঁয়ার মিশ্রণে জীবন্ত মমি! 
ফার্মগেটের মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট