• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সেলাই মেশিনে ব্যবহৃত তেল পান করে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ১৩:৩৩
সেলাই মেশিনে ব্যবহৃত তেল পান করে শিশুর মৃত্যু
ছবি : আরটিভি

চাঁদপুরের সেলাই মেশিনের ব্যবহৃত তেল পান করে ২ বছরের হুমাইরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুলাই) বিকেলে হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত হুমাইরার বাবা হানিফ গাজী।

তিনি বলেন, আমার ২ বছরের ছোট মেয়ে হুমাইরা আক্তার সেলাই মেশিনে ব্যবহৃত তেল পান করে মারা গেছেন।

হুমাইরার মা বলেন, দুপুরে তার মেয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। সবার অজান্তে তার মেয়ে ঘুম থেকে উঠে ঘরে থাকা সেলাই মেশিনে ব্যবহৃত তেল পান করে ফেলে। পরে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই।

হুমাইরার মা আরও বলেন, হুমাইরার অবস্থা আশঙ্কাজনক দেখলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার জোবায়ের হোসেন তাকে সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই শিশুটির মৃত্যু হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু 
কালীগঞ্জে নদে ডুবে ২ শিশুর মৃত্যু