• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ঝাড়ু মিছিল নিয়ে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও, পালালেন কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ১৬:৩০
ঝাড়ু মিছিল নিয়ে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও, পালালেন কর্মকর্তারা
ছবি : আরটিভি

পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় ও বন্ধ মিটারের বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোমবার (৮ জুলাই) বেলা ১১টায় শতাধিক গ্রাহক বাউফল পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ ঝাড়ু মিছিলে অংশ নেন।

এ সময় পল্লীবিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের কর্মকর্তা অফিস ত্যাগ করেন।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, সম্প্রতি তাদের মিটারে রিডিং এর চাইতে অতিরিক্ত বিল করা হয়েছে৷ এ ছাড়াও আরও কয়েকটি বন্ধ মিটারেও বিল করে পল্লীবিদ্যুৎ। এ বিষয়ে অভিযোগ দিলে গ্রাহকদের নামে মামলা দেওয়ার ভয় দেখায় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ৷

পল্লীবিদ্যুতের এ ঘটনার প্রতিকার না পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা এ ঝাড়ু মিছিল করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলাপাড়ায় আইনজীবীদের হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারক
ছাত্র আন্দোলনে গুলি: পটিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
গর্ত খুঁড়ে উদ্ধার হলো বৃদ্ধার মরদেহ
গুলিতে নিহত ইমরান মাকে বলেছিলেন, ‘দেশ স্বাধীন হবেই’