• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, বাকৃবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ১৭:২৬
ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, বাকৃবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’
ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) দুপুর দেড়টায় বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কোটাবিরোধী স্লোগান দেন তারা।

এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

এর আগে দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি বাকৃবির কেআর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপর রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এক দফা কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘আজ থেকে আমরা এক দফা কর্মসূচি পালন করব। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে জনস্রোত
ছাত্র-জনতার গণমিছিলে উত্তাল ময়মনসিংহ
যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত বুধবার
দুই দিনে ঢাকায় এক হাজার ১১৭ জন গ্রেপ্তার