গাংনীতে গাঁজাগাছসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ জুলাই ২০২৪ , ০৯:২৫ পিএম


গাংনীতে গাঁজাগাছসহ আটক ১
ছবি : আরটিভি

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে বসতবাড়িতে লাগানো ৩৩টি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে দেড়শ’ গ্রাম গাঁজাসহ নাঈম হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৮ জুলাই) বিকেলে গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্প পুলিশের একটি টিম এ অভিযান চালায়। 

হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবদুল মুবিন বলেন, নাঈমের বাড়িতে গাঁজা গাছ চাষ করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নাঈমের ঘর থেকে দেড়শ’ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির সরঞ্জামাদি পাওয়া গেলে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বাড়ির আঙিনা থেকে ৩৩টি গাঁজা গাছ জব্দ করা হয়। নিষিদ্ধ গাঁজা চাষ ও গাঁজা রাখার অপরাধে নাঈমের নামে মামলা করার প্রক্রিয়া চলছে। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission