‘রথযাত্রায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার’
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহতদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সোমবার (৮ জুলাই) বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে এসে সংবাদিকদের এ কথা জানান।
বিদ্যুতে ঝলসে যাওয়া রোগীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা সাহস রাখুন, আপনাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হবে।’
প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রী ও আমার মন্ত্রীর নির্দেশে আমি দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে এসেছি। আহতদের মধ্যে দু-একজনের অবস্থা একটু খারাপ হলেও বাকিদের অবস্থা শঙ্কামুক্ত।’
উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া। বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু বগুড়ায় কোনো পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নেই এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রক্রিয়া চলছে। প্রথমে বিভাগীয় শহরের হাসপাতাল এবং পরে জেলা পর্যায়ের হাসপাতালে বার্ন ইউনিট করা হবে।’
গত রোববার বিকেলে জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে আহত ৪৩ জনকে ভর্তি করা হয় শজিমেক হাসপাতালে। তার মধ্যে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় ও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এ পর্যন্ত সুস্থ হয়ে ৮ রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি চিকিৎসাধীন ২৮ জনের খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোগী ও রোগীর স্বজনদের খোঁজ খবর নেন। পরে তিনি সাংবাদিকদের রোগীদের স্বাস্থ্য পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম, মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল ও বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সামির হোসেন মিশুসহ অন্যান্য চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন