• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলনে জরিমানা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৯ জুলাই ২০২৪, ১৫:১৭
চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলনে জরিমানা
ছবি : আরটিভি

চট্টগ্রামে মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল ৫টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবতী।

তিনি বলেন, সরকারি রাস্তার ওপর নবনির্মিত ব্রিজের সংযোগ সড়কের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। সড়কের পাশে জমি ভরাট এবং পিলার ও রাস্তা ক্ষতিগ্রস্ত করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গানের তালে তালে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
পাহাড়ের কঠিন চীবরদান অনুষ্ঠান বর্জনের ঘোষণা ভিক্ষু সংঘের
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু