হিলিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ , ০৪:৩৩ পিএম


হিলিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে নওপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে প্রায় ৮ মাসের ৩৮ হাজার ৯৪৫ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। প্রায় ১২ দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

গত ২৮ জুন বিদ্যালয়টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন হিলি পল্লী বিদ্যুৎ অফিস। তারপর থেকে এখন পর্যন্ত সংযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

পল্লী বিদ্যুৎ অফিসের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালে মে মাস পর্যন্ত ৩৮ হাজার ৯৪৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বলেন, ১২ দিন থেকে স্কুলে বিদ্যুৎ নেই। গরমের মধ্যে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে। প্রধানশিক্ষক আজ বিদ্যুৎ বিল দেবেন, কাল দেবেন এভাবেই চলছে।

নওপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, স্কুলের ফান্ডে টাকা না থাকার কারণে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে দ্রুত সংযোগ লাগানোর।
 
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম ডাবলু বলেন, আমি গেল দুই মাস হলো এই বিদ্যালয়ের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করেছি। এরপর থেকে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রধান শিক্ষককে বারবার বলার পরেও তিনি পরিশোধ না করায় গত ২৮ জুন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্র করে জরুরী ভিত্তিতে মিটিং করে প্রধান শিক্ষককে পরিশোধ করার কথা বলা হয় তবে তিনি পরিশোধ করবে বলে কালক্ষেপণ করছে।

হিলি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার বলেন, হাকিমপুরে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। তবে এই একটি মাত্র প্রতিষ্ঠানের ৮ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং বারংবার নোটিশ করার পরেও পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ এখন যোগাযোগ করেনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission