• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৪:৪৮
নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

রংপুরের পীরগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর করতোয়া নদীর চর থেকে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) সকালে চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের করতোয়ার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোতালেব উপজেলার ঘাটিয়াল পাড়া গ্রামের রাজা মিয়ার তৃতীয় সন্তান।

পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় মোতালেব নামের ওই শিশু। এরপর অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার। বুধবার সকাল ৭টায় একই গ্রামে আপেল নামে এক ব্যক্তি করতোয়ার চরে ঘাস কাটতে গিয়ে একটি ঝোপের মধ্যে ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে, এটি হত্যাকাণ্ড কিনা।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালকে বিধ্বস্ত করে হ্যাটট্রিক জয় রংপুর রাইডার্সের
বরিশালকে অলআউট করে সহজ লক্ষ্য পেল রংপুর
বরিশালকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর, তামিমের অভিষেক
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার