• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

বৃষ্টি উপেক্ষা করে কুবি শিক্ষার্থীদের দখলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৪:৫৭
বৃষ্টি উপেক্ষা করে কুবি শিক্ষার্থীদের দখলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
ছবি : আরটিভি

সরকারি চাকরির সকল গ্রেডে এবং সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বৈষম্যমূলক কোটা নিরসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন জারি রাখার ঘোষণা দেন।

এ সময় তারা ‘ঝড়-বৃষ্টি আঁধার রাতে, আমরা আছি রাজপথে’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায়, বৈষ্যমের ঠাঁই নাই’, ‘লেগে ছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বলে স্লোগান দেন।

বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থী আল-আমিন মজুমদার বলেন, ‘আমাদের যে দাবি সেটি যৌক্তিক দাবি, এতে কোনো সন্দেহ নেই। আর এই দাবি আদায়ে ঝড়-বৃষ্টি যাই আসুক আমরা এক জায়গায় থাকবো, আমরা পিছু হটবো না।’

আরেক শিক্ষার্থী আসাদুজ্জামান জয় বলেন, ‘আমরা এই আন্দোলন নিজেদের অধিকারের জন্য। নিজের অধিকার আদায়ে ঝড়-ঝাপটা, বৃষ্টি যাই আসুক আমরা সরবো না, আমাদের দাবি সরকার মেনে নিতে হবে। এটাই আমাদের ফেরত পাঠানোর একমাত্র উপায়, এ ছাড়া আমরা ফিরবো না।’

এর আগে বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুবি শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট