• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

যশোরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৫:১৫
যশোরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

যশোর শহরের মুজিব সড়কের মডেল মসজিদের সামনের একটি গলি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত ব্যক্তি ছিলেন খালি গায়ে আর তার পরনে একটি ছিল লুঙ্গি।

বুধবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।

পুলিশ জানায়, ওই ব্যক্তির মরদেহ শনাক্তে কাজ শুরু করেছে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে মরদেহ ওই স্থানে কিভাবে আসলো তা এখনও জানা সম্ভব হয়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, প্রথমে তারা ওই গলিতে মরদেহ পরে থাকতে দেখেন। আশেপাশের কেউই তাকে চিনতে পারেননি। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশের একাধিক টিম হাজির হয়। তারা ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে আজহারীর মাহফিল ঘিরে ৩ শতাধিক জিডি
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সংসদকেও ইসলামের আলোয় আলোকিত করতে হবে: আজহারী
জয়পুরহাটে আলু খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার