দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ৪ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার হাসপাতাল মোড়, হিলি বাজার ও সিপি রোডে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।
এ সময় তামিম ফার্মেসী, সোহান ফার্মেসী, মা মেডিকেল স্টোর, সরকার মেডিকেল হল নামের চারটি ওষুধের দোকানিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে চারটি ওষুধের দোকানিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।