হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দোকানির জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুলাই ২০২৪ , ০৫:১৯ পিএম


হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দোকানির জরিমানা
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ৪ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার হাসপাতাল মোড়, হিলি বাজার ও সিপি রোডে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন। 

এ সময় তামিম ফার্মেসী, সোহান ফার্মেসী, মা মেডিকেল স্টোর, সরকার মেডিকেল হল নামের চারটি ওষুধের দোকানিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে চারটি ওষুধের দোকানিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission