• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দোকানির জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৭:১৯
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে ৪ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার হাসপাতাল মোড়, হিলি বাজার ও সিপি রোডে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।

এ সময় তামিম ফার্মেসী, সোহান ফার্মেসী, মা মেডিকেল স্টোর, সরকার মেডিকেল হল নামের চারটি ওষুধের দোকানিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে চারটি ওষুধের দোকানিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
হিলিতে কেজিপ্রতি ১৬০ টাকা কমেছে কাঁচামরিচের দাম
টানা বন্ধের পর আবারও শুরু হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি
দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা