• ঢাকা রোববার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১
logo

এক দুর্ঘটনায় ৫ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৭:২৫
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

বুধবার (১০ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বীরপাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও বাসযাত্রীসহ অন্তত ৫ জন আহত হন।

পরে ইসলামপুর পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এরই মাঝে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর যানজট নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল গণমাধ্যমকে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যানজট এখন নিয়ন্ত্রণে এসেছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা সাঈদ গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নরসিংদীতে দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিচয় মিলেছে