• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বিজয়নগরে দেড় মণ গাঁজাসহ মাদক কারবারি আটক

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ২৩:৫৮
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেড় মণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১০ জুলাই) বিকেলের দিকে গাঁজাসহ ব্যবসায়ীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। এর আগে একই দিনে ভোরে উপজেলার পাইকপাড়া হাটখোলা গ্রাম থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মো. ইউসুফ আলী (৬০) বিজয়নগর উপজেলার পাইকপাড়া পশ্চিমপাড়া হাটখোলা গ্রামের মুসকত আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া পশ্চিমপাড়া হাটখোলা গ্রামের ইউসুফ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে দেড় মণ গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের উপস্থিতি টের পেয়ে নূর ইসলাম ও লোকমান খাঁ নামে দুই মাদক কারবারি পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় বিলুপ্ত প্রায় গুটিদাড়া খেলা অনুষ্ঠিত
পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা মালিককে কারাদণ্ড