• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কক্সবাজারে পাহাড়ধসে শিশুসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ১০:৩২
কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ নিহত ২
ফাইল ছবি

কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পাহাড়ধসে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদারপাড়া ও পলাং কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের নাম হাসান (১০) ও নূর জাহান (২৭) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান জানান, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং আরেকজন নারী। মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর গেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত স্বর্ণের খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু
শিশুর প্রারম্ভিক বিকাশকে অতি জরুরি সেবা হিসেবে গণ্য করা উচিত
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড