• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১৫ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ১২:১৭
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে আগুনে পুড়ে ১৫টি দোকান ছাই হয়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে পুড়ে মালামালসহ ১৫টি দোকান ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে সময়ক্ষেপণকে দায়ী করেছেন দুই ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেনি। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা ৬টা ২০ মিনিটে কল পেয়েছি। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমাদের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আগুন’ নেভানো ও ‘ঘর’ গোছানোর এক মাস
কেনিয়ায় স্কুলে আগুন লেগে নিহত অন্তত ১৭ শিশু
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি 
‘ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়’