• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন

শ্রীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ১৮:২৭
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যনিবাহী কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার নূর সুপার মার্কেটে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সাধারণ সম্পাদক সেলিম শেখের সঞ্চালনায় আলোচনায় সব সদস্য অংশ নেন। সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের উপদেষ্টাবৃন্দকে ভোট কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ভোটে সভাপতি পদে একুশে সংবাদের প্রতিনিধি তাজুল ইসলাম সানি নির্বাচিত হন।

উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ সভাপতিসহ কমিটির সব সদস্যের নাম ঘোষণা করেন। কমিটির অপর সদস্যরা হলেন সহসভাপতি সেলিম শেখ (আমাদের কণ্ঠ), সাধারণ সম্পাদক মাসুদ রানা (আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মেহেদী (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রুবেল (গ্লোবাল টিভি), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল) এবং নির্বাহী সদস্য সোলায়মান মোহাম্মদ (আমাদের নতুন সময়)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক নাসির উদ্দিন জর্জ এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন দুই কমিটি গঠন করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শ্রীপুরে দোকানে হামলা, অপরাধীদের ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন 
সচিবালয়ে আগুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২টি তদন্ত কমিটি গঠন