• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

কুলাউড়ার শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও সংস্কারে ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ

আরটিভি নিউজ

  ১১ জুলাই ২০২৪, ১৮:৪৮

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার মেরামত এবং সংস্কারের জন্য ২০২৩-২০২৪ অর্থ বছরে ২ কোটি ৮০ লাখ (দুই কোটি আশি লাখ) টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের আবেদনের প্রেক্ষিতে এ বরাদ্দ দেওয়া হয়।

পাশাপাশি কয়েকটি কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে একাডেমীক স্বীকৃতি, স্কুল ও কলেজ এমপিওভুক্তি, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা খোলার অনুমতি, আসন সংখ্যা বৃদ্ধি এবং কয়েকটি মাদরাসা স্থাপন ও পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে।

অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- কুলাউড়া সরকারি কলেজ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, এম এ গনি আদর্শ কলেজ, কর্মধা উচ্চবিদ্যালয়, লংলা আধুনিক ডিগ্রি কলেজ, অগ্রণী উচ্চবিদ্যালয়, পৌরবালিকা উচ্চবিদ্যালয়, সপ্তগ্রাম উচ্চবিদ্যালয়, সিংগুর উচ্চবিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়, দিলদারপুর উচ্চবিদ্যালয়, ভাটেরা উচ্চবিদ্যালয়, মনসুর মোহাম্মাদিয়া সিনিয়র মাদরাসা, ভুকশিমইল দাখিল মাদরাসা, হাসিমপুর দাখিল মাদরাসা, কুলাউড়া সরকারি কলেজ, ইয়াকুব তাজুর মহিলা কলেজ, সাধনপুর উচ্চবিদ্যালয়, হিংগাজিয়া উচ্চবিদ্যালয় মহেতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজ, মনু মডেল কলেজ, রাজনগর উচ্চবিদ্যালয়, শাহ সুন্দর উচ্চবিদ্যালয়, রাউৎগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ, বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়, আলী আমজাদ উচ্চবিদ্যালয় ও কলেজ, গজভাগ উচ্চবিদ্যালয় ও কলেজ, দিলদারপুর উচ্চবিদ্যালয়, ছকাপন উচ্চবিদ্যালয়, হায়দরগঞ্জ উচ্চবিদ্যালয়, কানিহাটি বহুমুখী উচ্চবিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়, মহতোছিন আলী উচ্চবিদ্যালয়, টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চবিদ্যালয়, কর্মধা উচ্চবিদ্যালয়, বঙ্গবন্ধু আদর্শ উচ্চবিদ্যালয়, দিলদারপুর উচ্চবিদ্যালয় প্রভৃতি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীমঙ্গলে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত 
রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার 
মৌলভীবাজারে ৯৯৩ মণ্ডপে হবে পূজা, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা