• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

নাচোলে বজ্রপাতে দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১১ জুলাই ২০২৪, ২০:৩৬
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নাচোল সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার জিনাতপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৬০)।

স্থানীয়রা জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষি জমিতে ছয়জন কৃষক কাজ করছিলেন, বিকেল ৫টার দিকে বজ্রপাতে মৃত্যু হয় উজ্জ্বল নামে এক কৃষকের। ওই মাঠে কাজ করা অপর ৫ কৃষক সুস্থ আছেন। অন্যদিকে ঝলঝলিয়া গ্রামের পাশে কৃষি জমিতে কাজ করার সময় ব্রজপাত হলে মৃত্যু হয় ওসমান আলীর।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে পৃথক স্থানে দুজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন তারা। দুইজনের মরদেহ স্থানীয়রা বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পন্ন করতে পুলিশ কর্মকর্তাদের নিহতদের বাড়িতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
শিবচরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
জাহাজে ৭ খুন: ছেলের মৃত্যু সইতে না পেরে মারা গেলেন বাবা
রেডিও জকি সিমরানের রহস্যজনক মৃত্যু