দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আল আমিন ও সুমন নামে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (২৭ জুন) রাত ১০ টায় বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ের হিলি সীমান্তের ২৮৫ নং পিলার-সংলগ্ন স্টেশন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কিশোরকে বিজিবির হাতে ফেরত দিয়েছে বিএসএফ।
আটককৃতরা হলেন- ঢাকার সাভার এলাকার ইব্রাহীম দুলালের ছেলে আল আমিন এবং দিনাজপুর সদর এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন।
হিলি সিপি বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার অসীম মারক বলেন, গত ২৬ জুন ভারতের অভ্যন্তর থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য পতাকা বৈঠকের আহ্বান জানান তারা। পরে বিএসএফ কর্তৃক আটক ব্যক্তিদের জাতীয় পরিচয় পত্র স্থানীয় ব্যক্তি ও জনপ্রতিনিধির মাধ্যমে যাচাই বাছাই নিশ্চিত করা হয়েছে।
আটককৃত বাংলাদেশি নাগরিক অবৈধ ভাবে সীমান্ত অনুপ্রবেশের দ্বায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যে কোন অবৈধ অনুপ্রবেশ/পুশইন প্রতিরোধে জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবি) এর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/এএএ/এস