• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৩:৫৬
ছবি : আরটিভি

চট্টগ্রামের মীরসরাইয়ে বাসচাপায় মো. কামরুল আলম (৪৮) নামে এক বিএনপির নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল আলম উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়ে নিহত হন।

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর জানান, কামরুল আলম নামের একজন রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় কাভার্ডভ্যান ও বাস পুলিশ হেফাজতে আছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কথায় কথায় গুলি ছোড়া’ সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটারে যানজট
কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক