• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীর প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৫:১২
ছবি : আরটিভি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমার তো বলার অপেক্ষা রাখে না, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের ১৭ জন সদস্যসহ হত্যা করেছিল, সেই প্রেতাত্মারা আজ কিছুটা হলেও ষড়যন্ত্রে লিপ্ত। এ কথা অস্বীকার করতে পারব না।

শুক্রবার (১২ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমার বিশ্বাস, সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছে, সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক, সেইগুলি পরিহার করে তারা ঘরে ফিরে যাবে।

আন্দোলনকারীরা যদি ঘরে ফিরে না যায়, সে ক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা; জনগণের সুবিধা ও অসুবিধা দেখা। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সে ক্ষেত্রে সরকারের দায়িত্ব, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

এ সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন আরেক মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
কর্মস্থলে ফিরলেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার
আখাউড়ায় শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৪৬ কোটির অবৈধ সম্পদ