• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জমি নিয়ে বিরোধ, শ্রীমঙ্গলে যুবক নিহত 

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২৪, ১৭:৪২
জমি নিয়ে বিরোধ, শ্রীমঙ্গলে যুবক নিহত 
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার অপর ২ ভাই। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের তেলিআব্দা গ্রামে।

নিহত ইমাদ উদ্দিন রকিব (২৫) পেশায় আইনজীবী ছিলেন। তিনি তেলিআব্দা গ্রামের আজিম উদ্দিনের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের কোনাগাও গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিশে সমাধান না হওয়ায় আদালতে মামলাও হয়। সকালে নিহত ইমাদ উদ্দিন রকিব ও তার ভাই হেলাল উদ্দিন তাদের জমিতে হাল চাষ করতে যান। এ সময় প্রতিবেশী খলিল মিয়া, আব্দুল বাতিন, আব্দুস সোবান, আব্দুল করিমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করলে রকিব ও হেলাল আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আর তার ভাই হেলাল উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠান।

জানা জায়, জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় সরণিতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
হাড়কাঁপানো শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত